গাংনী প্রতিনিধি: পুনরায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আমজাদ হোসেনকে গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে সংবর্ধনা দিয়েছেন পৌর বিএনপি নেতৃবৃন্দ। জেলা সম্মেলনের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণবিষয়ক সম্পাদক আমজাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়।
পৌর বিএনপির পক্ষ থেকে নব নির্বাচিত সভাপতি উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন আমজাদ হোসেনকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সাহিদুল ইসলাম, সভাপতি মকলেছুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ৬নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহাসিন আলী, সম্পাদক মজনু, ২নং ওয়ার্ড সভাপতি সুরেলী আলভী, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ পৌর এলাকার সকল ইউনিটের নেতৃবৃন্দ।