দামুড়হুদা কার্পাসডাঙ্গায় মিরাজের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার ইজাজুল হক মিরাজ আমেরিকায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কুড়–লগাছি চণ্ডিপুরের আবু ছিদ্দিকের ছেলে তারিকের কাছ থেকে প্রায় দু বছর আগে সাড়ে ১৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। টাকা ফেরত চাওয়ায় তারিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও হত্যার হুমকি দিচ্ছে সে। এ ঘটনায় তারিক দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মিরাজ এলাকা থেকে গাঢাকা দিয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, কার্পাসডাঙ্গা গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে এজাজুল হক মিরাজ বিদেশে লোক পাঠনোর দালাল হিসেবে কাজ করে আসছে। বিদেশে লোক পাঠানোর নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নেয়া শুরু করে। তারিকুলকে বিদেশে পাঠাতে ব্যর্থ হলে টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা শুরু করে মিরাজ। টাকা আদায়ের চাপ দিলে থানা ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় আড়াই লাখ টাকা ফেরত দেয় এবং স্টাম্পে একটি লিখিত নেয়া হয় মিরাজ টাকা প্রতিমাসে ১ লাখ করে ফিরিয়ে দেবে। এখন টাকা চাওয়ায় তারিককে হত্যার হুমকি দিচ্ছে মিরাজ।