বেগমপুর প্রতিনিধি: জীবননগর-দর্শনা সড়কের আকন্দবাড়িয়া ঈদগার সামনে যাত্রীবাহী কেজিএন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বটগাছের সাথে ধাক্কা মেরেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেলেও হেলপারসহ দুজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল ৫টার দিকে।
জানা গেছে, গতকাল সোমবার কেজিএন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকামেট্রো-জ-১১-০০৫২) জীবননগর থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিলো। এ সময় বাসটি চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া তমালতলা ঈদগার নিকট পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি সড়কের পাশে একটি বট গাছের সাথে ধাক্কা মেরে উল্টে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাসের হেলপার ও একজন যাত্রী আহত হয়। বাসটি ফেলে চালক পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নেয়া হয়। বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, বাসে শতাধিক যাত্রী ছিলো। তবে সৃষ্টিকর্তার অশেষ রহমত বড় ধরনের দুর্ঘটনা থেকে বাসটি রক্ষা পেয়েছে।