ইবির নৃসিংহপুরে পান চুরির অভিযোগে একজন আটক

জামজামি প্রতিনিধি: কুষ্টিয়া ইবির নৃসিংহপুরে গতকাল সোমবার ভোরে পানচুরির অভিযোগে রিয়াজুল নামের একজনকে আটক করা হয়। ইবির মনোহরদিয়া ইউনিয়নেরর নৃসিংহপুর ব্রিজমোড়ের পানচাষি নাসির উদ্দিনের চরের মাঠের পানবরজে গতকাল সোমবার ভোরে একই গ্রামের যুবক রিয়াজুল ঢোকে। পান ভাঙা শুরু করতেই বরজ মালিক নাসির তাকে আটক করেন।

Leave a comment