Untitled

মেহেরপুর অফিস: মেহেরপুরে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তামাক কোম্পানির প্রচার প্রচারণা ও তামাকজাত পণ্য বিক্রিতে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল রোববার দুপুরে জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের নিয়ে সেমিনারের করেছেন ঢাকা টোব্যাকো কোম্পানির কর্মকর্তারা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়িদেরকে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে বিড়ি সিগারেট তৈরি, বিপনণ, ব্যবসায়িক লভ্যাংশ ও আগামীতে ব্যবসা প্রসারে করণীয় সম্পর্কিত আলোচনা করা হয় এবং ভিডিও চিত্রের মাধ্যমে তামাকজাত পণ্য সেবন ও বিক্রিতে উৎসাহ প্রদান করা হয়। কর্মশালা শেষে জেলার বিভিন্ন এলাকার তামাকব্যবসায়ীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রীও প্রদান করা হয়। তবে খবর পেয়েও আইন বাস্তবায়নে অনিহা প্রকাশ করেন জেলা প্রশাসন।

মেহেরপুর জেলা তামাক বিরোধী জোটের উপদেষ্টা রফিকুল আলম জানান, তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাক কোম্পানি কোনো প্রচার প্রচারণা ও ধুমপানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার বা এর ব্যবহার উৎপাদিত করার উদ্দেশে, কোনো দান, পুরস্কার, বৃত্তি প্রদান, বা কোনো অনুষ্ঠানের ব্যয়ভার বহন করিবে না বা করাবেন না। তারপরেও এ কর্মশালা আমাদের হতাশ করেছে। মেহেরপুর জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন মজিবুল হক জানান, সেমিনারের সংবাদ পেয়ে জেলা প্রশাসকের সাথে যোগাযোগে ব্যর্থ হয়ে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) জানানো হয়। তিনি নেজারত ডেপুটি কালেক্টরকে পাঠানো হচ্ছে বলে জানান।