সাতক্ষীরায় প্রতিমা ভাঙচুর

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার বাবুলিয়া হাইস্কুল সংলগ্ন সার্বজনীন দুর্গাপুজা মণ্ডপে রাতের আঁধারে  হামলা করে  তিনটি প্রতিমা ভাঙচুর  করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া হাইস্কুল সংলগ্ন রক্ষাকালী মন্দিরে স্থাপিত এসব প্রতিমা লম্বা লাঠি দিয়ে দূর থেকে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন পূজা  কমিটির সভাপতি অরবিন্দ মণ্ডল। তিনি জানান, গত শনিবার গভীররাত পর্যন্ত প্রতিমার সাজসজ্জার কাজ শেষ করে ভাস্কররা চলে যান।  এ সময়  কমিটির কয়েকজন সদস্য মন্দির পাহারায় ছিলেন।

লোহার গ্রিলযুক্ত মন্দিরটি ছিলো তালাবদ্ধ। ভোরে পাহারা শেষ করে তারা বাড়ি ফেরার পর কে বা কারা বাইরে থেকে এ ক্ষতিসাধন করেছে বলে জানান তিনি। সকালে প্রতিমা ভংচুরের দৃশ্য গ্রামবাসীর নজরে আসে। মন্দিরের পুরোহিত কিরণ চন্দ্র ভট্টাচার্য জানান, তিনি গত ৪৯ বছর ধরে এ মন্দিরে পূজা করে আসছেন। অথচ বাবুলিয়া মন্দিরে কোনোদিনই প্রতিমা ভাঙচুরের মতো কোনো ঘটনার সম্মুখীন হননি তিনি।

তিনি জানান, সন্ধ্যায় দেবির বোধন এবং আজ সোমবার মহাষষ্ঠি পূজার  প্রাক্কালে এ ধরনের ঘটনা পূজা অনুষ্ঠানকে বিঘ্নিত করা অপচষ্টার শামিল। তিনি এর প্রতিকার দাবি করেন।