সন্ত্রাসীদের গুলিতে ভিডিপি সদস্য নিহত

স্টাফ রিপোর্টার: দু পর্যটকসহ অপহৃত চারজনকে উদ্ধার এবং সন্ত্রাস দমনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের ফাইসিং কারবারীপাড়ার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মংপং ম্রো নিহত হয়েছেন।

গতকাল রোববার দুপুরে বান্দরবানের দুর্গম ও মিয়ানমার-ভারত সীমান্তে জারুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্য মো. কাশেম এবং আনসার সদস্য হান্নান গুলিবিদ্ধ হন। তাদেরকে সেনা হেলিকপ্টারে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি সূত্রগুলো জানায়, সীমান্ত ও দুগর্ম এলাকাসমূহে যৌথবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের সকাল ১০টা থেকে থেমে থেমে গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে।

বড়তলী ইউপি চেয়ারম্যান আথুই মং মারমা বিকাল ৩টায় এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো কিছুই জানানো হয়নি। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বেলা ২টার পর দুর্গম সীমান্ত এলাকায় যৌথবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে ভিডিপি সদস্য মংপং ম্রো নিহত হন। আহত হন এক সেনা ও এক আনসার সদস্য। তবে এখনো অপহৃতদের সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।