নানা আয়োজনে শেখ রাসেলের ৫১তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার: দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন উদযাপিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ছাত্রলীগের কার্যালয়ে সন্ধ্যা ৭টায় দিবসটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. শরীফ হোসেন দুদু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহমেদ, তরিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব, সা. সম্পাদক হাফিজুর রহমান কালু, জেলা যুবলীগের সদস্য অ্যাড. ফিরোজ, জিয়াউদ্দীন বিশ্বাস, আব্দুর রাজ্জাক, মিলন হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম পারভেজ সজল, সহসভাপতি হাসান, জাহাঙ্গীর, যুগ্মসম্পাদক মাফি, দফতর সম্পাদক তাপু, কলেজ ছাত্রলীগের সহসভাপতি সামাদ, সাংগঠনিক সম্পাদক মো. জানিফ, বিপ্লব, প্রচার সম্পাদক জ্যাকি, জেলা ছাত্রলীগ নেতা মন্টা, শান্তি, তাওরাত, হাসিবুল, মিলন, অনিক, ইমরান, রাকিব, সজল, আকিব, শাওন, আলামিন, পিয়াস, কানন, শাকিল, প্লাবন, রাজা, আবুল হাসনাত, ভুলন, বুলবুল, ওয়াসী, মাসুম, শিমু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের খুনিদের বিদেশ থেকে এনে অবিলম্বে রায় কার্যকর করার জন্য জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সদস্য এমদাদুল হক সজল।

এদিকে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র দিবসটি নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করে। প্রথমে ৫১টি মোমবাতি প্রজ্জ্বলন, কেক কর্তন, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেক কর্তন শেষে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার সকলের মুখে কেক তুলে দেন। চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের অফিসকক্ষে আয়োজিত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবল দলের কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, ম্যানেজার শহিদুল কদর জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, শেখ রাসেল পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মাসুদুর রহমান মাসুম, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম, সাবেক ছাত্রলীগ নেতা চিতলা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন দিপু, হাফিজুর রহমান হাপু, মেহেরুল্লাহ মিলু, ফটিক, পিরু, অরিফ, জামাল, শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড় সোহেল, মুরাদ ফেরদৌস, তরু, সজিব, মিশু, শহিদুল, মাসুদ, ছাত্রলীগ নেতা ফিরোজ আহম্মেদ, আ. রহমান, ইমরান, বাপ্পী, রাসেল, চঞ্চল, পিয়াস, সৌরভ, ওবাইদুর, ইন্তাদুল, সিজার, রুবেল, লোকমান, সাগর, রাকিব, শুভ, সোহাগ, রেজুওয়ান, বাধন, মোড়ল প্রমুখ।

অপরদিকে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয়ে কেক কেটে ও দোয় মাহফিলের মধ্যে দিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তারেক আজিজ নয়ন। বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি যুবেরি হাসান রাতুল ও সাধারণ সম্পাদক আরেফিন খান। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার মিলন ও আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মিলন, নোমান, আন্তু, মেহেদী, আরিফ, নাসিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রলীগের উপপ্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন।

এছাড়া বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখা নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আনজুমান আরা। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, বেলা ১১টায় আলমডাঙ্গা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কেক কেটে জন্মদিন পালন করা হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে ও সম্পাদক সেলিম রেজা তপনের পরিচালনায় উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তামিম ইসলাম, প্রচার সম্পাদক জাইদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সহসভাপতি সোহাগ, যুগ্মসম্পাদক আল কাফি, হাসান, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, অটাল, টিটন, হাসান, ওসমান, কিবরিয়া, পিসু, হারুন প্রমুখ। এদিকে, তৎকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক কাজী রবিউল হকের বাবুপাড়াস্থ নিজ বাড়িতে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর কাউন্সিলর নাছিমা পারভীন, স্নিগ্ধা হক প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা যুবলীগের পক্ষ থেকে শেখ রাসেলের ৫1 তম জন্মদিন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জীবননগর বাসস্ট্যান্ডে যুবলীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুস সালাম ঈসার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন মজিবর রহমান, খায়রুল বাসার শিপলু, সালাউদ্দীন কবির, শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, শামিম সরোয়ার, ফারুকুজ্জামান, মিল্টন, কাদের, সেকেন্দার, মফিজুর, নুর মোহাম্মদ, আসাদ, রুহুল আমিন, জুয়েল আহম্মেদ, আলম হোসেন, ফরহাদ হোসেন, শরিফুল ইসলাম, মিজানুর রহমান, ছাত্রলীগের অঞ্জন, ওয়াসিম ও মানিক।

মেহেরপুর অফিস জানয়েছে, মেহেরপুরে শেখ রাসেলের ৫১ তম জন্ম দিন পালন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বাস্তুহারা লীগের কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়। বাস্তুহারা লীগ মেহেরপুর জেলা শাখার সভাপতি ফিরোজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, কার্যকরী সভাপতি রাহুল হোসেন রাখা, সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্মসম্পাদক আব্দুল মতিন, সদর থানা বাস্তুহারা লীগের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক এসএম রাসেল, সহসভাপতি লালন শেখ, শহর বাস্তুহার লীগের সাধারণ সম্পাদক মজিদ আলী, বাস্তুহারা লীগ নেতা সোহেল রানা মানিক, মিজানুর রহমান প্রমুখ।

অপরদিকে, শেখ রাসেলের জন্ম দিন উপলক্ষে মেহেরপুরে ৱ্যালি ও আলোচনাসভা করেছে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। জন্মদিন উপলক্ষে গতকাল রোববার প্রেসক্লাবের সমনে থেকে সংগঠনটির সভাপতি সাইফুল আযম তাপসের নেতৃত্বে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শহরের কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাইফুল আযম তাপস। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চন্দন। বক্তব্য রাখেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক হাসনাত শাহ নেওয়াজ, সদস্য শেখ সরওয়ার্দী জুয়েল, সোহেল রানা, আরেফিন খসরু, তোফাজ্জেল হোসেন, শাহরিয়ার লিয়ন, মজনু প্রমুখ।