চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা অদ্য শুরু হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, উপাধ্যক্ষ মো. আজিজুর রহমান এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন। অধ্যক্ষ মহোদয় বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজে দীর্ঘদিন পর এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ছাত্রনেতৃবৃন্দসহ সকলের সহযোগিতায় ও ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠান সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপাধ্যক্ষ মহোদয় তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং শিক্ষার্থীরা সহমর্মিতা ও মননশীলতা গুনাবলি অর্জন করতে পারবে। কাজেই এ ধরনের অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের ব্যপকভাবে অংশগ্রহণ করা উচিত। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন খোন্দকার রোকনুজ্জামান, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ এবং তাকে সহযোগিতা করেন মো. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মহসিন কবির ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মৌসুমী হোসেন। অনুষ্ঠানে সকল শিক্ষক-কর্মচারী স্বতস্ফূর্ত উপস্থিত থেকে অনুষ্ঠানে সহযোগিতা করেন।