স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা ভাংবাড়িয়ার বৃদ্ধা কামরুন নাহার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। করিমনযোগে চুয়াডাঙ্গায় আসার পথে ভালাইপুরের নিকটবর্তী স্থানে করিমন থেকে পড়ে তিনি মারা যান। ভাংবাড়িয়ার আবু বকর সিদ্দিকের স্ত্রী কামরুন নাহার (৬৩) গতকাল সকালে চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালে আসছিলেন। ভালাইপুরের কাছে করিমন থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সকাল ১০টার দিকে তিনি মারা যান।