গাংনী পৌর বিএনপির কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়ার্ড কাউন্সিলর ইন্সারুল হক ইন্সু লিখিত বিবৃতিতে বলেছেন, পৌরসভার পুনর্গঠিত ৯টি ওয়ার্ড কমিটি এখনো অনুমোদন হয়নি। জেলা বিএনপি সভাপতি এর মধ্যে কিভাবে পৌর কমিটি গঠন করলেন? এটি গঠনতন্ত্রের পরিপন্থি। যাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সদস্য। পৌর কমিটির সদস্য নন। তাকে সভাপতি মনোনয়নের বিষয়ে পৌর সকল ইউনিটের নেতৃবৃন্দের কোনো সমর্থন নেই। এমতাবস্থায় পৌর বিএনপিতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। যা দলের জন্য অত্যান্ত ক্ষতিকর। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ আন্দোলন সফল করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য কমিটি গঠনের জোর দাবি জানান তিনি।

এদিকে গতকাল এক বিবৃত্তিতে জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় উপজেলা কার্যালয়ে পৌর কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিলরদের মধ্যে ভোট গ্রহণ করা হয়। ৯টি ইউনিটের সভাপতি-সম্পাদক গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে পরাজিত হয়ে ইনসারুল হক ইন্সু ও তার লোকজন অফিসে হামলা করে। গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে এবং তৃণমূলের মতামতের প্রাধান্য দেয়া হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।