গাংনীতে ৮ জুয়াড়ির কারাদণ্ড

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিনের ভ্রাম্যমাণ আদালত আট জুয়াড়ির প্রত্যেককে ৫ দিন কারাদণ্ডাদেশ দিয়েছেন। গত শনিবার রাতে জুয়া খেলার সময় পুলিশের হাতে গ্রেফতারের পর গতকাল রোববার সকালে তিনি ওই দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হচ্ছেন উপজেলার ছাতিয়ান গ্রামের লাল্টু (৩২), হাফিজুর (৪০), আসলাম (৩৫), দুলাল (৩৫), সোহেল (২৫), সুমন (২০), বকুল (২৯) ও কাজিপুরের খোরশেদ (৩৫)। গতকালই তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, নিশিপুর গ্রামের আলতাফ হোসেনের দোকানে বসে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কার্তিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় কয়েক সেট তাস ও নগদ ২৬২ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে দণ্ডাদেশ প্রদান করেন।