মেহেরপুরে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময়সভা ও শিক্ষক সমাবেশ গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনার উপপরিচালক টিএম জাকির হোসেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাজী মোহাম্মদ রফির সভাপতিত্বে ও আরআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী থানা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ জাকির হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

Leave a comment