মহেশপুর প্রতিনিধি: স্ত্রীকে ইচ্ছার বিরুদ্ধে তালাক দিতে বাধ্য করে অন্যত্র বিয়ে দেয়ায় রাজু আহম্মেদ (২৩) নামে এক কলেজছাত্র কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। তিনি যশোর সরকারি সিটি কলেজের ডিগ্রি ১ম বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র এবং ঝিনাইদহ মহেশপুরের ভৈরবা গ্রামের বাবুল আক্তারের ছেলে। পড়াশুনা সূত্রে তিনি যশোরের পুরাতন কসবা কাজীপাড়ার শমসের আহম্মেদের বাড়ির মেসে থাকতেন।
জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারপাড়ার বাবুল আক্তারের ছেলে যশোর এমএম কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র রাজুর সাথে সামন্তা গোপালপুর গ্রামের লিটন খন্দকারের মেয়ের সাথে প্রেমসম্পর্ক করে বিয়ে করে। কিন্তু এ বিয়ে মেয়ের পরিবার মেনে নিতে না পারায় কয়েক দিন পরেই ভৈরবা বাজারে দু পরিবারের মাঝে সমঝোতা করে মেয়ের পরিবার মেয়েকে নিয়ে যায়। কিন্তু তারপরও তাদের সম্পর্ক থেমে থাকেনি। গত বৃহস্পতিবার দুপুরে রাজুর প্রেমিকাকে অন্যত্র বিয়ে দেয়া হয়। এ খবর শুনে গত বৃহস্পতিবার রাতেই যশোরে মেসে থাকা অবস্থায় কীটনাশক পান করে রাজু। পরে তার সহপাঠীরা গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। রাজুর চাচা লাভলু মিয়া জানান, তারা দুজনে গোপনে বিয়ে করে। আমরা মেনে নিলেও মেয়ের বাবা-মা এ বিয়ে মেনে না নিলে তারা তাদের মেয়েকে ছাড়িয়ে নিয়ে যান। গত শুক্রবার বিকেলে রাজুর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।