নিষ্প্রাণ ড্রয়ের পথে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ

 

মাথাভাঙ্গা মনিটর: নিষ্প্রাণ ড্রয়ের দিকে যাচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ। পাকিস্তানের প্রথম ইনিংসের ৫২৩ জবাবে ইংল্যান্ড ৫৯৮ রানে ইনিংস ডিক্লেয়ার করেছে। পঞ্চম দিনে ৯ উইকেটে ৫৯৮ রান করার পর ইনিংস ডিক্লেয়ারের সিদ্ধান্ত নেয় কুকরা। তবে বড় কোনো অঘটন না ঘটলে এ ম্যাচ নিশ্চিত ড্রয়ের পথেই এগোচ্ছে। এর আগে শোয়েব মালিকের ডাবল সেঞ্চুরি ও আসাদ শফিকের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিলো পাকিস্তান। সেই পাহাড় টপকে আবুধাবি টেস্টে লিড নিয়েছে ইংল্যান্ড। মরুর বুকে পাল্লা দিয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছে দু দল। মালিকের ডাবল সেঞ্চুরির জবাব ডাবল সেঞ্চুরিতেই দিলেন অ্যালিস্টার কুক। ৫২৮ বলে ২৬৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে নিজেকে নিয়ে গেলেন ইতিহাসের পাতায়। ৮৩৬ মিনিট ক্রিজে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। টেস্ট ইতিহাসের তৃতীয় দীর্ঘস্থায়ী ইনিংস এটি। গত শুক্রবার দিনের খেলার ৩.৩ ওভার বাকি থাকতে বৃষ্টি নামার পর বল আর মাঠে গড়ায়নি। ওই সময় ইংল্যান্ডের স্কোর ছিলো আট উইকেটে ৫৬৯ রান। দু উইকেট হাতে রেখেই ৪৬ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের বিশাল ইনিংস গড়ার পথে সবচেয়ে বড় অবদান অধিনায়ক কুকের। আগের দিনের ১৬৮ রান নিয়ে খেলতে নেমে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক।

প্রতিপক্ষের বিশাল স্কোরের নিচে চাপা পড়া দলকে তুলে আনতে অধিনায়কোচিত ২৬৩ রানের ইনিংস খেলেন কুক। এ ইনিংসে এদিন দুটি চূড়ায় উঠেন তিনি। এশিয়ার বাইরের ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ায় সবচেয়ে বেশি রানের মালিক এখন কুক। এছাড়া আগের দিনই বছরে এক হাজার রানের মাইলফলক ছোঁয়া কুক সতীর্থ জো রুটকে ছাড়িয়ে এ বছর সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেছেন। এ বছর টেস্টে এখন তার রান ১ হাজার ১৭০। চতুর্থবারের মতো বছরে এক হাজার বা তার বেশি রান করার কৃতিত্ব দেখালেন কুক। এর আগে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র কেভিন পিটারসেনের এই কীর্তি ছিলো।