কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামে রঙ্গলীলায় মত্ত থাকা অবস্থায় জনতার কথা শুনে ভোদৌড় দিলেন প্রেমিক রবিউল ইসলাম পলাশ।
জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কাসেমের ছেলে রবিউল ইসলাম পলাশ (৩২) ও একই গ্রামের আ. হাইয়ের স্ত্রী মাবিয়া (২৬) গত শুক্রবার রাত ১০টার দিকে আ. হাইয়ের বাড়িতে রঙ্গলীলায় মত্ত থাকা অবস্থায় বাড়ির লোকজন তা দেখে ফেললে পরকীয়া প্রেমিক পলাশ কৌশলে পালিয়ে যায়।