টিপ্পনী

খবর: (গাংনীর বাউটে তিন গাঁজাসেবীর কারাদণ্ড)

 

গাঁজা সেবীর সাজা হলো

যাচ্ছে তারা জেলে-

গাঁজার আসর ফেলে

ও ছিঃ ছিঃ ছিঃ

এখন হবে কী?

 

ইয়াবা খায় ফেন্সিও খায়

খেয়ে খেয়ে হিরো

এখন ওরা জিরো

ও ছিঃ ছিঃ ছিঃ

হচ্ছে এসব কী?

 

নেশা খোরো বাচ্চা ওরা

গেলাসে খায় তাড়ি

জ্বলিয়ে দেয় নাড়ি

ও ছিঃ ছিঃ ছিঃ

এখন হবে কী?

 

আহাদ আলী মোল্লা