স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকালের খেলায় আদিত্য ক্রীড়াচক্র ২-১ গোলের চুয়াডাঙ্গা মাঝেরপাড়া একাদশকে পরাজিত করেছে। গতকাল শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আদিত্য ক্রীড়াচক্রের পক্ষে সজল একাই ২টি গোল করেন। মাঝেরপাড়ার পক্ষে একমাত্র গোলটি করেন রুবেল। মিনিস্টার ফ্রিজ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের খেলাটি পরিচালনা করেন নাজমুল হক শান্তি, রেজাউল হক রিজু, শহিদুল কদর জোয়ার্দ্দার ও ইকতিয়ার আহম্মেদ। আজ একই মাঠে মুখোমুখি হবে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও তালতলা একাদশ।