ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ১৪তম খেলায় সুবলপুর একাদশ জয়লাভ করেছে। গতকাল শনিবার কার্পাসডাঙ্গা হাইস্কুল ফুটবলমাঠে উপজেলার সুবলপুর ফুটবল একাদশ ২-০ গোলে পীরপুরকুল্লা একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন আব্দুস সামাদ মাস্টার, হাফিজুল ও রফিক।