আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার লর্ড পোল্ট্রি ফিড ও হ্যাচারির ম্যানেজার কালিদাসপুরের রবিউলের বিরুদ্ধে নগদ ১১ লাখ টাকা ও ১টি মোটরসাইকেল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হায়দার আলী থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, আলমডাঙ্গা শহরের লালব্রিজ রোডে অবস্থিত লর্ড পোল্ট্রি ফিড ও লর্ড হ্যাচারি নামক দুটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন কালিদাসপুরের মৃত রবজেল আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)। রবিউল ইসলাম মালিকের অনুপস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান ২টির সমূদয় মালামাল ক্রয় বিক্রয় করতেন। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় মালিক হায়দার আলী ম্যানেজার রবিউল ইসলামের নিকট ব্যবসার হিসাব চাইলে তিনি মালিকের ডায়াং ৮০ সিসি মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন। তখন মালিক নিজেই ব্যবসার হিসেব পর্যালোচনা করে দেখতে পান গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ করেছেন ম্যানেজার। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হায়দার আলী গতকাল আলমডাঙ্গা থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করেছেন।