পূজামণ্ডপ পরিদর্শনকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান পৌর এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার রাতে তিনি বড়বাজার দুর্গা মন্দির ও দাসপাড়া সত্য সনাতন দুর্গা মন্দির, আলুকদিয়া জয়দুর্গা শিব মন্দির, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া শ্রী শ্রী বারোয়ারী দুর্গা মন্দির, দৌলাতড়িয়াড় হিন্দুপাড়া সার্বজনীন বারোয়ারী দুর্গা মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে ও নিরাপদে এ অনুষ্ঠান উদযাপন করতে পারে সে লক্ষ্যে পুলিশ কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন। তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সর্তক থাকার আহ্বান জানান। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে প্রতি বছরের ন্যায় এবারও চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন। সে জন্য সুন্দর ও নির্বিঘ্নে পূজানুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এ বছর চুয়াডাঙ্গা জেলায় ৯৫ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।  এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) এএইচএম কামনুজ্জামান খান, সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স।

Leave a comment