ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় শ্রীলঙ্কার

মাথাভাঙ্গা মনিটর: সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে শ্রীলঙ্কা। একদিন হাতে রেখেই গতকাল শনিবার গল টেস্টে অতিথিদের এক ইনিংস ও ৬ রানে হারিয়েছে স্বাগতিকরা। এ জয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। গত বুধবার শুরু হওয়া এই টেস্টে টস জিতে আগে ব্যাটিং করে দিমাথ করুনারত্নের ১৮৬ এবং দিনেশ চান্দিমালের ১৫১ রানের ওপরে ভর করে প্রথম ইনিংসে ৪৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

জবাবে রঙ্গনা হেরাথের ঘূর্ণি বলে বিধ্বস্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৫১ রানে। ফলোঅনে পড়ে ৱ্যাট করতে নেমে ২২৭ রান করে সবাই আউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন জার্মেইন ব্ল্যাকউড। শ্রীলঙ্কার বোলার রঙ্গনা হেরাথ প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন হেরাথ।

Leave a comment