হাসপাতাল ছাড়লেন মাশরাফি

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু জ্বর থেকে অনেকটাই সেরে ওঠায় গতকাল শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ৯ অক্টোবর ভোর রাতে ডেঙ্গু নিয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাশরাফি। এক সপ্তাহ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর এখন অনেকটাই সুস্থ এ পেসার।
      মাশরাফি জানান, বাড়ি ফিরলেও কয়েকটা দিন বিশ্রামে থাকতে হবে তাকে। আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি। তবে শরীর এখনও বেশ দুর্বল। আরো কয়েকটা দিন বিশ্রামে থাকতে বলেছেন ডাক্তার। সুনির্দিষ্ট বলা মুশকিল কতোদিন লাগবে। তবে আশা করি, আর কয়েকদিনেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবো। গত ১০ অক্টোবর থেকে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল মাশরাফির। সেই ম্যাচের জন্য ৯ অক্টোবর যাওয়ার কথা ছিল খুলনায়। কিন্তু ডেঙ্গু নিয়ে তাকে আগের দিন তাকে যেতে হয় হাসপাতালে। জ্বর নিয়ে মাশরাফির সাথে ২ দিন হাসপাতালে ছিলেন তার এক বছর বয়সী ছেলে সাহেলও। তবে সাহেলও এখন সুস্থ বলে জানান মাশরাফি।

Leave a comment