মাথাভাঙ্গা মনিটর: রঙ্গনা হেরাথের স্পিনে এলোমেলো হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও দ্রুত ২ উইকেট হারিয়েছে জ্যাসন হোল্ডারের দল। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৬৭ রান। ২০ রান নিয়ে উইকেটে আছেন ড্যারেন ব্র্যাভো। আরেক অপরাজিত ব্যাটসম্যান নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু খেলছেন ৬ রান নিয়ে। ইনিংস পরাজয় এড়াতে আরও ১৬৬ রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
এর আগে প্রথম ইনিংসে ২ উইকেটে ৬৬ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৮ উইকেট হারিয়ে আর ১৮৫ রানই তুলতে পারে তারা। ৪৮৪ রান তোলা শ্রীলঙ্কার চেয়ে প্রথম ইনিংসে ২৩৩ রান পিছিয়ে ছিল সফরকারী দল।