মেহেরপুরে এনসিটিএফর দিনব্যাপি লার্নিং ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: ‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে হয়ে গেলো এনসিটিএফ’র দিনব্যাপি লার্নিং ক্যাম্প। গতকাল শুক্রবার জেলা শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ’র সভাপতি লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক। অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

Leave a comment