ফকির লালন শাহ স্মরণে মেহেরপুরে লালন সঙ্গীতের আয়োজন

মেহেরপুর অফিস: বাউল গুরু ফকির লালন শাহ’র ১২৫তম তিরোধান দিবস স্মরণে মেহেরপুরে লালন সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাউল সম্রাট মরমি সাধক ফকির লালন শাহ স্মরণে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আব্দুল মজিদ, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মোমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ ও আল মামুন রাসেল, অর্থ সম্পাদক মহিদুল ইসলাম মহিত, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু, সফিনাজ আরা ইরানী প্রমুখ। পরে সেখানে লালন সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এম সাইদুর রহমান, সামারুল, লাল্টু, সোনিয়া, লাইলী, দেলোয়ার, তীর্থ, সেলিনা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শামীম জাহাঙ্গীর সেন্টু ও নির্জনা।

Leave a comment