দামুড়হুদার ধান্যঘরায় ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় ধান্যঘরা আবাহনী জয়ী

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা যুব সংঘ ক্লাবের আয়োজনে ধান্যঘরা স্কুলমাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উদ্বোধনী খেলায় ধান্যঘরা আবাহনী ক্লাব ২-১ গোলে ধান্যঘরা পশ্চিমপাড়া একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন আলামিন, সবুজ, রাকিব। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আ. হামিদ। বিশেষ অতিথি হাসেমরেজা-হাসমতসহ ইমদাদুল মালিতা, নজরুল ইসলাম, খোকন, তরুণ সমাজসেবক মারুফ শাহ প্রমুখ।

Leave a comment