ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার কৃতী সন্তান ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. সাজ্জাত হোসেন সোহেল (এমবিবিএস ডিএএমসিপিএস এফসিপিএস অ্যানেসথেসিয়া)। তিনি এবার দেশের বাড়ি ফিরে এলাকার সকল শ্রেণির রোগীদের মাঝে ফ্রি মেডেকেল ক্যাম্প করে তাদের সেবাদান করেন। ডা. মো. সাজ্জাত হোসেন সোহেল ওমানের দি রয়েল মাছকাট হাসপাতালে কর্মরত আছেন। তিনি প্রতি বছর দেশে ফিরে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিতে চান। তিনি ডাকবাংলার প্রবীণ চিকিৎসক হাজি মো. শহিদ নাসিরের ছোট ছেলে।