স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় ঘরের দরজা ভেঙে ২টি মোটরসাইকেল চুরি করেছে চোরচক্র। গতকাল শুক্রবার দিনগত ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় বাড়ির মালিক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় হালিমের বাড়িতে চোরেরা হানা দেয়। তারা বাড়ির পেছনের দরজা ভেঙে হিরোহোন্ডা প্যাশন প্রো ও বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। শহর ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়ালিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।