বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীরের বাড়িতে ধারাবাহিক বোমা হামলার প্রতিবাদে জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্মআহ্বায়ক মো. জিল্লুর রহমান জিল্লু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর একজন সাহসি ও সংগ্রামী রাজনৈতিক নেতা। তিনি যুবলীগের জন্য নিবেদিত প্রাণ। তার ওপর বোমাহামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তার সুস্থ জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরোও বলেন, যুবলীগের সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে যুবলীগ ধ্বংসের সকল ষড়যন্ত্রকারীকে কঠোর হস্তে দমন করে চুয়াডাঙ্গা জেলায় সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে হবে। ভবিষ্যতে চুয়াডাঙ্গা জেলার সাবেক এবং বর্তমান কমিটির যুবলীগের কোনো সদস্যর বাড়িতে ও সেই সাথে চুয়াডাঙ্গা শান্তিপ্রিয় মানুষের জানমালের ক্ষতিকারকদের কঠোর হস্তে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি।