মাথাভাঙ্গা মনিটর: দ্বিতীয়বারের মতো ডক্টরেট ডিগ্রি পেলেন বলিউড সম্রাট শাহরুখ খান। এর আগে শিল্প ও সংস্কৃতিতে অবদান রাখায় বৃটেনের ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার তাকে সম্মানসূচক এ ডিগ্রি দেন। আর এবারে পেলেন বিশ্বপ্রেম, পরার্থপরতা ও মানবতাবাদী অভিনেতা হিসেবে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবরা গত বৃহস্পতিবার ‘আ ডক্টর অল ওভার এগেইন’ নামের এ সম্মানসূচক ডিগ্রিটি প্রদান করে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রিন্সেস রয়্যাল বৃহস্পতিবার বিকেলে তার হাতে ডিগ্রির সনদ তুলে দেন। ডিগ্রি লাভের পর শাহরুখ সনদের একটি ছবিও পোস্ট করেন তার টুইটারে একউন্টে। তার বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে রয়েছে ভারতের গ্রামে সৌরবিদ্যুত পৌঁছানো, মুম্বাইয়ের হাসপাতালে শিশু বিভাগ চালু করা এবং সুনামিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ। সম্মাননা গ্রহণের পর শাহরুখ খান বলেন, বিশ্বের মহান চিন্তাবিদেরা, বড় বড় নেতারা যে সম্মাননা পেয়েছেন, এডিনবরার মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সেই সম্মাননা পাওয়া অনেক গৌরবের ব্যাপার আমার জন্য।
আবারও ডক্টরেট ডিগ্রি পেলেন শাহরুখ
