মুজিবনগরে শহীদ ওলিউর বারী ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথপুর একাদশ জয়ী

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর মোনাখালী শহীদ ওলিউর বারী ফুটবল টুর্নামেন্টে ২য় রাউন্ডের শেষ খেলায় ৮ম ম্যাচে বিশ্বনাথপুর একাদশ জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মোনাখালী ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় বিশ্বনাথপুর একাদশ ২-০ গোলে মুজিবনগর শাপলা ক্লাবকে পরাজিত করেছে। সোহাগ ও মাছুম ১টি করে ২টি গোল করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মতিউর রহমান। সহকারী শরিফুল ইসলাম ও জাকির হোসেন। খেলা সার্বিক পরিচালনায় জাকির হোসেন।

Leave a comment