স্টাফ রিপোর্টার: নাটোরের চলনবিল নাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চলনবিল কলেজমাঠে সার্চ লাইটের আলোয় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলায় চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র ও পাবনা জেলা দলের মধ্যেকার খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। টাইব্রেকারে চুয়াডাঙ্গা ৪-৩ গোলে পাবনা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে চুয়াডাঙ্গার পক্ষে একমাত্র গোলটি করেন শাকিব। টাইব্রেকারে গোলে করেন তরু, মুরাদ ফেরদৌস, বিপ্পা ও কোবরা। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ায় শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। অফিসিয়াল হিসেবে উপস্থিত ছিলেন ছোট রাসেল ও চঞ্চল। দলের কোচ ছিলেন সরোয়ার হোসেন মধু, ম্যানেজার ছিলেন শহীদুল কদর জোয়ার্দ্দার ও সহকারি ম্যানেজার ছিলেন পিরু। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য।
নাটোরের চলনবিল নাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন
