দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা কলাবাড়ি-রামনগর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গা শুভসকাল ক্লাব ৩-০ গোলে মেহেরপুর জেলার গাংনী ব্লু-রাইডার ক্লাবকে পরাজিত করে শুভসূচনা করেছে। গতকাল শুক্রবার কলাবাড়ি-রামনগর স্কুলমাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু। প্রধান অতিথি বলেন, বাংলার খেলা বাঙালির খেলা ফুটবল খেলা। ঐতিহ্যবাহী এ খেলা শুধু বাঙালির নয় পৃথিবীর শতকার ৯০ শতাংশ মানুষের প্রিয় খেলা। ফুটবল খেলার সেই ঐতিহ্য ধরে রাখতে এবং যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাবেক চেয়ারম্যান সোহরাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান, মোল্লা রফীকুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শাহীনুজ্জামান।
উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে চুয়াডাঙ্গা শুভ সকাল ক্লাব শাহীনের দেয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কাজী সুমনের জোড়া গোলে ৩-০ গোলের বড় ব্যবধান শুভ সকালের জয় নিশ্চিত করে। গাংনী ব্লু-রাইডার শেষ পর্যন্ত কোনো গোল না করতে পারায় উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে চুয়াডাঙ্গা শুভসকাল ক্লাব শুভসুচনা করে। এ জয়লাভের ফলে শুভ সকাল ক্লাবের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহবায়ক অদম্য নেতা ওবাইদুর রহমান চৌধুরী জিপু, ক্লাবের সভাপতি ডা. আফসার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম সকল খেলোয়াড় কর্মকর্তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। শুভ সকালের কর্মকর্তাদের মধ্যে খেলার মাঠে উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি শিমু চৌধুরী, যুগ্মসম্পাদক অ্যাড. তসলিম আহম্মেদ ফিরোজ ও সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ সুমন।
উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন তিতুয়ার রহমান, তরিকুল ইসলাম মাসুম,মিলন ও খোকন।