খবর: (ফেরত আনা হলো রাজন হত্যার প্রধান আসামি কামরুলকে)
মানুষরূপী দানব সে এক
এক তিলও নয় ভুল,
মানুষ মেরে হেসে হেসে
পুলিশকে দেয় ফুল।
জীব-জানোয়ার জন্তু-পশু
সব হারামির কুল-
তার কাছে সব হার মেনেছে
মারছি নাতো গুল।
সব খারাবির নাটের গুরু
দাও ফাঁসি বা শূল,
মানুষ নামের নরপশু
বেবোদা কামরুল।
আহাদ আলী মোল্লা