স্টাফ রিপোর্টার: গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ও সামাজিক সুরক্ষায় কৃষি এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে, জেলা খাদ্যনিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবায়ের মাসরুর প্রজেক্টরের মাধ্যমে খাদ্য দিবসের তাৎপর্য তুলে ধরেন। আরও বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, গ্রামীণ পর্যায়ে দরিদ্রতা নিরসনের ক্ষেত্রে এবং সামাজিক সুরক্ষার জন্য কৃষিকে ব্যবহার করে এ সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। সকলের সম্পৃক্ততার মাধ্যমে এ কাজকে আরো এগিয়ে নেয়া সম্ভব।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, নির্বাচন অফিসার আবু দাউদ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী তানভীর আহম্মেদ রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ক্যাম্পাস হতে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল ও উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ র্যালিতে নেতৃত্ব প্রদান করেন।
র্যালি শেষে উপজেলা হলরুমে ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি’ শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান আয়েশা সুলতানা লাকি। আলোচনাসভায় মূল প্রতিপাদ্য বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ।