আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নওদাবণ্ডবিলের স্কুলছাত্র সাগরের মোবাইলের হেডফোনে গান শোনাই হলো কাল। কানে মোবাইলের হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ২ রেললাইনের মাঝ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় কোলকাতাগামী মৈত্রী ট্রেনের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের নওদাবণ্ডবিল গ্রামের মালয়েশিয়া প্রবাসী তাইজেল আলীর ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলে সাগর। সাগরের কয়েকজন বন্ধু আলমডাঙ্গা রেলস্টেশনের আউট সিগনালের পাশের গর্তে মাছ ধরছিলো। সাগর গতকাল শুক্রবার দুপুরের দিকে সাইকেল চড়ে সেখানে গিয়েছিলো মাছ ধরা দেখতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ২টার দিকে সে কানে মোবাইলসেটের হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সাইকেলে চড়ে ২ রেললাইনের মাঝ দিয়ে বাড়ি ফিরছিলো। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা কোলকাতাগামী মৈত্রী ট্রেনের বাতাসের চাপে সে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধাক্কা খায় ট্রেনের বগির সাথে। এতে মাথার বাম দিকে প্রচণ্ড আঘাত পায় সে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডাক্তারের নিকট নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে। ধারণা করা হচ্ছে- হেডফোনে গান শোনার কারণে ট্রেন আসার শব্দ সে শুনতে পায়নি। ফলে অসাবধানতাবশত এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাদ মাগরিব জানাজা শেষে নওদাবণ্ডবিল কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। একমাত্র ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকে পাগলপ্রায় মাসহ নিকট আত্মীয়-স্বজন।

Leave a comment