আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় গাদি টুর্নামেন্টের উদ্বোধন

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় গতকাল শুক্রবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদয়ন তরুণ সংঘ হাটবোয়ালিয়ার আয়োজনে ডিউক হুদা নিউ মার্কেট চত্বরে ১৬ দলের অংশগ্রহণে গাদি টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় বড় বোয়ালিয়া দল ৫-০ গাদিতে গাংনীর রুয়েরকান্দি দলকে পরাজিত করে।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠাণ্ডু, আওয়ামী লীগ নেতা জিনারুল ইসলাম বিশ্বাস, কিয়াম মেম্বার, কালু জোয়ার্দ্দার, নাসির উদ্দিন, ইউপি যুবলীগের সভাপতি আজাদ আলী বিশ্বাস, নান্নু বিশ্বাস, লাকী মাস্টার, বাশার মাস্টার, আব্দুস সামাদ প্রমুখ।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ভিড় করেছিলেন এলাকার বিপুল সংখ্যক গাদিপ্রিয় মানুষ। প্রতিপক্ষ খেলোয়াড়দের ঝুলের ফাঁদে ফেলে কাঙ্ক্ষিত গাদি আদায়ের চেষ্টা করছিলেন উভয় দলের খেলোয়াড়রা। ঝুল ফাঁকি কিংবা বুদ্ধি খাটিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার দৃশ্য উপভোগ করে হাততালি এবং উল্লাস প্রকাশ করে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছেন দর্শক সমর্থকরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা সবার মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

Leave a comment