মাথাভাঙ্গা মনিটর: বোলারদের নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে জিম্বাবুয়ে। ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। এ জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০-তে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। বুলাওয়ের স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার টস জিতে ব্যাটিঙে নেমে ১২২ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ২৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এল্টন চিগুম্বুরার দল।
সব মিলিয়ে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে এটি জিম্বাবুয়ের তৃতীয় জয়।
ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জংওয়ের বোলিং তোপে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। দলীয় ৫২ রানে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানকে হারানো অতিথিদের ইনিংস ৩৪.১ ওভারে শেষ হয়ে যায়। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৫ করে রান করেন নাজিবুল্লাহ জাদরান ও দৌলত জাদরান।
জিম্বাবুয়ের মাসাকাদজা ২১ রানে চারটি ও জংওয়ে ১৬ রানে তিনটি উইকেট নেন। সহজ জয়ের লক্ষ্যে নেমে রিচমন্ড মুতুম্বামি ও চামু চিবাবার উদ্বোধনী জুটিতেই শক্ত ভিত পায় জিম্বাবুয়ে। আফতাব আলমের বলে মুতুম্বামি (৩০) মোহাম্মদ শেহজাদকে ক্যাচ দিলে ভাঙে ৫৩ রান তোলা জুটিটি। দ্বিতীয় উইকেটে ক্রেইগ আরভিনের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন চিবাবা। আমির হামজার বলে নাজিবুল্লাহকে ক্যাচ দিয়ে ফেরার আগে চারটি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
এরপর আরভিন (২০) ও টিনোটেন্ডা মুটোম্বোজি (১৮) অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আগামী রোববার বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।