মেহেরপুর আমদহ ইউপি শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সাথে ওয়াচ কমিটির সভা

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউপি শিক্ষা স্ট্যান্ডিং কমিটিরসভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমদহ ইউপি হলরুমে অনুষ্ঠিত হয়। আমদহ কমিউনিটি অ্যাডুকেশন ওয়াচ গ্রুপ ও আমদহ ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ সভার আয়োজন করে। আমদহ ইউপি শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমদহ ইউপি চেয়ারম্যান মো. আনারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ওয়াচ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. গোলাম কিবরিয়া, মোছা. আরিফা খাতুন, ওয়াচ সদস্য মো. কাবুল আলী ও মো. ইছারদ্দিন। সভায় আমদহ ইউপি শিক্ষা স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ, শতভাগ ভর্তিসহ ইউপির শিক্ষা বাজেটের বিভিন্ন খাত ওয়ারি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সাথে বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন দুর্বল দিক সমূহ সমাধানের জন্য ওয়াচ গ্রুপ ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটি যৌথভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশা প্রকল্পের প্রোগ্রাম অফিসার লাবনী খাতুন।

Leave a comment