কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিন না মঞ্জুর করে বিএনপি নেতা সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নাশকতার মামলায় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠান।
এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্মসম্পাদক এমএ শামীম আরজুসহ দলীয় নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন। গত ২৭ জানুয়ারি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়া নামক স্থানে ধান বোঝাই ট্রাকে আগুনের ঘটনায় দায়ের করা মামলার তিনি প্রধান আসামি ছিলেন।