খবর: (দু বছরে ব্যাংক খাত থেকে তিন হাজার কোটি টাকা গায়েব)
কোটি টাকা গায়েব
কে করেছেন সাহেব-
মনে মনে সংগোপনে
সঙ্গে আছেন নায়েব।
তোলেন তারা দালান
দুনম্বরি চালান-
লুটেপুটে সব বাঙালির
ঘরে আগুন জ্বালান।
বড় সুযোগ ধরেন
অনেক কিছুই করেন
পা ফাঁটারাই ধরা পড়েন
তারা দূরে সরেন।
আহাদ আলী মোল্লা