স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকালের খেলায় দামুড়হুদার ভগিরতপুর চক্রবাক সংঘ ২-১ গোলে চুয়াডাঙ্গা জনি স্মৃতি একাদশকে পরাজিত করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চক্রবাক সংঘের পক্ষে গোল করে শরিফুল ইসলাম ও পলাশ। জনি স্মৃতির পক্ষে একমাত্র গোলটি করে পুলক। খেলায় জয়লাভ করায় চক্রবাক সংঘের দলনায়ক সাংবাদিক তৌহিদ তুহিন সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। গতকালের খেলাটি পরিচালনা করেন নাজমুল হক শান্তি, রোজাউল হক রিজু,শহিদুল কদর জোয়ার্দ্দার, আজিজুল হক শীল ও মাসুদুর রহমান খোকন। আজ একই মাঠে মুখোমুখি হবে সুর্যতরুন স্পোর্টিং ক্লাব ও ইমা স্পোর্টিং ক্লাব।