স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে চুয়াডাঙ্গায় কাবাডি প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৫ দিনব্যাপি কাবাডি প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের মাঝে সনদপত্র প্রদান করা হয়। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের কোচ আ. জলিল, সহকারী কোচ রোকনুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, হুমায়ুন কবীর মালিক, ওবাইদুল হক জোয়ার্দ্দার, সাইদুর রহমান মল্লিক, শহীদুল কদর জোয়ার্দ্দার, মহসিন রেজা, মেহেরুল্লাহ মিলু ও হাফিজুর রহমান হাপু।