মাথাভাঙ্গা মনিটর: অ্যালেস্টার কুকের দারুণ অপরাজিত শতকে পাকিস্তানের রানবন্যার জবাব দিচ্ছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে নিজের ম্লান রেকর্ডও উজ্জ্বল করেছেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের সতর্ক ব্যাটিঙে আবুধাবি টেস্টের তৃতীয় দিন ছিল মন্থর ক্রিকেটের একটি দিন। সারা দিনে ৮৯ ওভারে ইংল্যান্ড রান তুলেছে ২৩৪।
শেষ বিকেলে ইয়ান বেল (৬৩) ও নাইটওয়াচম্যান মার্ক উডকে (৪) ফিরিয়ে পাকিস্তানকে কিছুটা হলেও ম্যাচে ফেরান ওয়াহাব রিয়াজ। তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ২৯০। পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করেছিলো ৮ উইকেটে ৫২৩ রানে। ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতকের হাতছানিতে চতুর্থ দিন শুরু করবেন কুক। তৃতীয় দিন শেষ করেছেন তিনি ১৬৮ রান নিয়ে। পাকিস্তানের বিপক্ষে এর আগেও তিনটি শতক ছিলো কুকের। কিন্তু টেস্টে সবচেয়ে মলিন রেকর্ডও ছিলো তাদের বিপক্ষেই। এ টেস্টের আগে পাকিস্তানের বিপক্ষেই তার ব্যাটিং গড় ছিলো সবচেয়ে বাজে, ৩৬.৪৫। এই এক ইনিংসেই সেই গড় বেড়ে দাঁড়িয়েছে এখন ৪৪.৮৫!