গাংনীতে সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

গাংনী প্রতিনিধি: সমবায় হতে পারে সমৃদ্ধির সোপান বলে মন্তব্য করেছেন মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনীর মড়কা বাজারস্থ নাগদাহ খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সমবায়ী নেতৃবৃন্দের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সমবায় গঠনের মাধ্যমে দারিদ্রতা দূর করে আর্থিক স্বচ্ছলতা আনা যায় উল্লেখ করে তিনি আরো বলেন, সমবায়ীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে তারা অন্যদেরকেও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন।

উপজেলা সমবায় অফিসার মিলন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ও প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম, এলজিইডি সোসিয় ইকোনমিস্ট জাহিদুর রহমান জোয়ার্দ্দার। স্বাগত বক্তব্য রাখেন নাগদহ খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দাল হক। জেলা সমবায় অধিদফতর আয়োজিত প্রশিক্ষণে নাগদহ, চাঁদপুর, তরুছায়া, মুন্দাইল ও তুফান সমবায় সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a comment