ঝিনাইদহ প্রতিনিধি: শৈলকুপা উপজেলার মধুদাহ গ্রামে পুলিশের এএসআই মনিরের ওপর হামলাকারীদের শনাক্ত করতে পেরেছে পুলিশ। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় এএসআই মনির বাদী হয়ে গত মঙ্গলবার রাতে একটি মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশের দায়েরকৃত মামলায় শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুন জোয়ারদারকে প্রধান আসামি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মামুন এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাসেম খান জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান মামুন একজন মাদকসেবী। তার সাথে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী জুয়েল ও তার স্ত্রী লাকি এবং বাবু নামে এক মাদকব্যবসায়ী রয়েছে। তারাই পুলিশের ওপর হামলা করে।
তিনি আরো জানান, হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অনেক টিম কাজ করছে। কিন্তু তারা এলাকা ছেড়ে পালিয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার কাঁচেরকোল বাজারে পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী সমাবেশ করা হয় বলেও ওসি জানান।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের মধুদাহ গ্রামে মাদকব্যবসায়ীদের হামলায় মারাত্মক আহত হন শৈলকুপা থানার এএসআই মনির ও পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান হাজরা।