বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি যে দিকেই যান, সে দিকেই তার পিছু পিছু ছুটে আসে তার খ্যাতি। চলচ্চিত্র, গান, ফ্যাশন এমনকি টিভি সিরিজ সব ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন তার দক্ষতা। সম্প্রতি হলিউডের একটি টিভি একটি সিরিজে ‘কোয়ান্টিকো’র জন্য মনোনয়ন পেয়েছেন প্রিয়াঙ্কা। নতুন টিভি সিরিজের প্রিয় অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। অপরাধ বিষয়ক ড্রামা সিরিজ ‘কোয়ান্টিকো’-তে পালিয়ে এফবিআই গোয়েন্দা অ্যালেক্স প্যারিসের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। হলিউডে এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী এমন সম্মানে ভূষিত হল। আর এ বিষয়ে টুইট করে প্রিয়াঙ্কা তার ভক্তদের জানান, ‘এটা খুবই সম্মানজনক বিষয় আমার জন্য। হলিউডে এটাই আমার প্রথম বছর, আর প্রথম বছরেই এমন অ্যাওয়ার্ডে ভূষিত হবো বুঝতে পারিনি। এ জন্য আমি পিপলস চয়েসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি সত্যি খুবই খুশি এই সম্মানজনক অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে। হলিউডের অ্যাওয়ার্ডগুলোর মধ্যে পিপলস চয়েস হল একমাত্র অ্যাওয়ার্ড, যা সম্পূর্ণ জনগণের ভোটের ওপর ভিত্তি করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমি হলিউডের দর্শকদের কাছে কৃতজ্ঞ। আর হলিউডের এতো জনপ্রিয় অভিনয়শিল্পী থাকতে আমি এই অ্যাওয়ার্ডটি পাবো সেটা বিশ্বাসই করতে পারিনি। আমাকে হলিউড দর্শকরা এতোটা পছন্দ করে জানতাম না।’