মেহেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল লিগের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সরকারি হাইস্কুলমাঠে খেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, আল আমিন হোসেন প্রমুখ।

দিনের প্রথম খেলায় বঙ্গমাতা ফুটবলে মুজিবনগর ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গাংনী ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে তানিয়া গোল দুটি করেন। অপর খেলায় বঙ্গবন্ধু ফুটবলে গাংনী তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মুজিবনগর যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যায়কে পরাজিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন রাজু। জেলা পর্যায়ে উভয় লিগে ৬ টি দল অংশ নিচ্ছে।