মেহেরপুরে ডিবি পুলিশের অভিযান : দেড় কেজি গাঁজাসহ আটক ১

মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার গাংনী উপজেলার রামনগর গ্রামের বাগানপাড়া থেকে এক কেজি ৪শ গ্রাম গাঁজাসহ ওই গ্রামের এখলাস হোসেনকে (২৫) আটক করেছে। আটক এখলাস রামনগর গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার সকালে গাঁজা বিক্রির সময় ডিবির ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের এসআই জালাল ও এসআই আশরাফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাঁজা ও গাঁজা বিক্রির সরঞ্জামসহ তাকে আটক করে থানায় নেয়। এ ঘটনায় মেহেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকালই আদালতের মাধ্যমে পুলিশ এখলাছকে জেলহাজতে পাঠিয়েছে।

Leave a comment